ABOUT

About

আসসালামু আলাইকুম ,

আমি সানি জুবায়ের । আমি ভালবাসি গবেষণাধর্মী কাজ এবং রোবটিক্স  ।   আমি গত ৮ বছর ধরে এই সকল কাজের সাথে যুক্ত আছি । ইতোমধ্যে  রোবটিক্স এর প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই ।  হাতে খড়ি হয়েছে নিজে নিজেই.ছোটবেলা থেকেই খুজতাম যন্ত্রের ভিতরের ভাষাকে। এর ভিতরে  লুকিয়ে থাকা রেজিস্টার , ট্রানজিস্টর আর সার্কিট বোর্ড প্রতিনিয়তই আমাকে কৌতূহল উদ্দীপ্ত করতো। এভাবেই একসময় ভালোলাগা থেকে পরিণত হয় ভালোবাসায় এবং তখন   থেকেই এটা আমার দৈনিক কাজের অংশ হয়ে গেছে. নতুন ভাবে কোন কিছু করার  চিন্তা থেকে টুকিটাকি ছোট ছোট জিনিস বানাই. অংশগ্রহণ করে বিভিন্ন আন্ত স্কুল কলেজ এবং জাতীয় বিজ্ঞান মেলায়। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রায় অধিকাংশ সময়ই নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি এই সকল প্রতিযোগিতায়। এভাবেই  রোবটিক্স এর প্রতি ভালোবাসা বাড়তে থাকে। ধীরে ধীরে নতুন কিছু জ্ঞান আহরণের মাধ্যমে বানাতে শুরু করি অত্যাধুনিক কিছু রোবট। প্রতিনিয়ত আগের আমি থেকে নতুন আমি তৈরির এই প্রক্রিয়া চলছে । অনলাইন এবং অফলাইন দুই প্লাটফর্মেই আমি কাজ করছি ।

আমি আমার প্রাথমিক শিক্ষা লাভ করি ক্রিসানথিমাম নার্সারি স্কুল থেকে । পরবর্তীতে স্কুল জীবনের প্রায় ৭ বছর আমি লেখাপড়া করেছি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র হিসেবে । স্কুল জীবন ২০১৮ সালে এস,এস,সি পরীক্ষার মাধ্যমে শেষ হয় । এর পর কলেজ শিক্ষা শেষ করার সুযোগ পাই ঢাকা কলেজ থেকে । ২০২০ সালে আমার কলেজ জীবন শেষ হয় । পড়াশুনা এখনও চলমান …………

কাজের ধারাবাহিকতায় বেশ কয়েকটি অটোনোমাস রোবট এবং মার্স রোভার বানাতে সক্ষম হই। বর্তমানে কাজ করছি অগ্নি নির্বাপনের   জন্য ডিফেন্ডার  নামক রোবটের উপর । কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হচ্ছে এই রোবটকে । অগ্নি নির্বাপনের  জন্য এর পূর্বে কাজ করা হয়েছে সিগমা রোবটে যেটি কিনা ডিফেন্ডার রোবটের প্রাথমিক ভার্সন ছিল এবং সামনেও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে । প্রতিনিয়ত সে সকল প্রকল্পের জন্য কাজ করে যাচ্ছি ।

আমার বানানো কিছু রোবট-

 FR21 (Fighter Robot ) –  সামরিক কাজে ব্যবহার উপযোগী একটি রোবট
 Brain Bot – সম্পূর্ণ অটোনোমাস ভিত্তিক দৈনিক কাজে সাহায্যকারী রোবট 
 Atlas  –  কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি মঙ্গল  রোভার.
 Farmover – একটি কৃষি রোবট.
 Falcon XXIV – একটি রেসিং রোবট
 Sigma 21  – একটি অগ্নিনির্বাপক রোবট
  Atlas AUV – একটি অটোনমাস পরীক্ষামূলক সাবমেরিন
   Waterbot –  সাগরের পানি পরিষ্কার কারক একটি  রোবট
    Sigma  – আগুন নির্বাপণকারী রোবট
Fremo – একটি আধুনিক কৃষি রোবট.

“ আঁধারের আলো “  আর্তমানবতার  সেবার  উদ্দেশে পরিচালিত একটি মানবসেবা মূলক সংগঠন । ২০১৮ সালে এই সংগঠনের যাত্রা শুরু করি । আমাদের প্রথম উদ্যোগ ছিল শীতার্ত মানুষদের শীত বস্ত্র বিতরণ । ঢাকার বিভিন্ন আনাচে কানাচে থাকা অসহায় মানুষদেরকে নিয়ে আমাদের এই উদ্যোগ বেশ সফলভাবে পরিচালিত করি । সাথে সহযোগিতায় ছিল ১৫ সদস্যার আঁধারের আলো দল । এর পরবর্তীতে আমরা পদক্ষেপ নেই অন্ধ মানুষদের সহায়তা করার জন্য । তবে এটা আর ১০টা সমাধানের থেকে কিছুটা  ভিন্ন । আমরা তৈরি করি ১ টি ডিভাইস যা দৃষ্টিহীন মানুষকে পথ চলতে সাহায্য করবে । এই প্রকল্পে কাজ  করে টিম আঁধারের আলো ও টিম এটলাস । এভাবে করে যাত্রা শুরু হয় এবং প্রতিনিয়ত এর পরিধি বেরে যাচ্ছে । আমরা খুব শীঘ্র আমাদের পরবর্তী উদ্যোগ “ বৃদ্ধাশ্রম “ গ্রহণ করতে যাচ্ছি । যেখানে আমরা কাজ করব বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম নিয়ে । আঁধারের আলো নিয়ে আরো জানতে –

আঁধারের আলো ( Light of Darkness )

অনিকেত প্রান্তর  অথবা  দুঃখ বিলাস  সব কিছুতে এক ভালবাসা অস্তিত্তে মিশে আছে । সময় পেলে কিছুটা আনমনায় সুর ওঠে এই ভালবাসা গুলোতে । আমার রাজ্যে আমি আমার জন্য এক ছোট্ট গায়ক । কিছুটা উকুলেলে অথবা হারমোনিয়ামে সুর তুলতে পেরেই তৃপ্ত । নজরুল সংগীত অথবা রবিন্দ্র সংগীতের প্রতি ভালবাসা প্রতিটি বাঙ্গালীর মত আমার ও আত্মিক পছন্দ । ছোট বেলায় নিয়ম করে সংগীত শেখা হলেও আর তেমনটা হয়ে ওঠে না । তারপর একলা মনে কিছুটা গুঞ্জন ওঠে ।  

 কোডিং এর কাজটি বেশ ভালই লাগে । অনেকটা  কৌতূহল প্রবণ ভাবেই কোডিং  করে থাকি । তবে ছোট খাট কোডিং এরোর বেশ কষ্ট দেয় । আমি  C  ,C++ , C# , Micro Python , Python , HTML , CSS , Java নিয়ে কাজ করে থাকি । এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে Windows , Linux , Ubuntu ব্যবহার করে থাকি ।  

প্রথম আন্তর্জাতিক কন্টেস্ট ছিল ‘ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০১৮ “ যেটি আয়োজিত হয়ে ছিল ফিলিপাইনের ম্যানিলাতে । বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে (২০১৮) রৌপ্য পদক জিতে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আন্তর্জাতিক দলের জন্য নির্বাচিত হই । এর পরে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক মঞ্চের উদ্দেশে । সফলভাবে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ দলের জন্য কৃতিত্ব বয়ে আনার মাধ্যমে আমার জীবনের আন্তর্জাতিক পর্ব শুরু হয় । এর পরবর্তিতে ইন্ডিয়া ,থাইল্যান্ড , সিঙ্গাপুর সহ আরও বহু দেশে প্রতিযোগিতায় অংশ নেই , কোন কোন প্রতিযোগিতায় আবার অনলাইনে অংশ নেই । মূল মন্ত্র একটাই – “ দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা , দেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উত্তোলন করা । “ এর জন্য প্রতিনিয়ত কাজ করে চলছি এবং কাজ করে যাব ইনশা আল্লাহ্‌ ।

Team Atlas বাংলাদেশের একটি অন্যতম রোবটিক্স টিম । ২০১৭ সালে একটি বিজ্ঞান মেলার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে যার সদস্য সংখ্যা ১৬  জন।  বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতায় আমি এবং আমার দল টিম এটলাস অংশগ্রহণ করি। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে আমি এবং আমার দল সর্বোচ্চ দিয়ে নিজেদের দেশকে উপস্থাপনের জন্য কাজ করি। আমাদের দলটির মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান  প্রযুক্তিতে বাংলাদেশের কৃতিত্ব কে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সাথে উপস্থাপন করা এবং দেশের গুরুতর কিছু সমস্যাকে প্রযুক্তির মাধ্যমে সমাধান করা । এই লক্ষ্য নিয়ে আমি এবং আমার দল (Team Atlas)  সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি।

        Trem Jantrik

টিম যান্ত্রিক একটি বাংলাদেশের রোবটিক্স ভিত্তিক  আইটি ব্যবসা প্রতিষ্ঠান । যারা কাজ করে থাকে আইওটি ,ফার্মিং টেকনোলজি এবং বিভিন্ন রোবোটিকস  সলিউশন নিয়ে ।  প্রতিষ্ঠাটির যাত্রা শুরু 2020 সালে।  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের অধীনে এ প্রতিষ্ঠানটি কাজ করছে । বর্তমানে জলচর নামের একটি ডিভাইস নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি ।

Facebook – Trem Jantrik

     Robotech Lab Bangladesh

Robotech Lab  একটি রোবটিক্স শিক্ষা প্রতিষ্ঠান । ২০১৯ সাল থেকে বিজ্ঞান প্রিয় ছাত্র ছাত্রীদের রোবটিক্স শিক্ষা প্রদান করার  উদ্দেশ্যে যাত্রা শুরু করে । দেশের মধ্যে বিভিন্ন কর্মশালা আয়োজন করা হয়ে থাকে Robotech Lab এর  উদ্যোগে ।  এছাড়াও বিভিন্ন বিজ্ঞান এবং টেকনোলজি প্রতিযোগিতায় সফলতার সহিত এখানকার সদস্যরা অংশ নিয়ে থাকে।

Facebook – Robotech Lab Bangladesh

Atlas Technology Bangladesh এটি আমার প্রতিষ্ঠিত একটি আইটি স্টার্টআপ । বিভিন্ন ধরনের আইটি ধর্মী কাজ আমরা করে থাকি । ওয়েব ডেভেলপমেন্ট , অ্যাপ ডেভেলপমেন্ট , রোবটিক্স সলিউশোন , আই ও টি , বিভিন্ন ছোট খাট Gadget বানানোর জন্যও আমরা কাজ করছি দেশীয় প্রযুক্তিতে যা কিনা স্বল্প দামে ব্যবহার উপযোগী হবে ।  আরও বিস্তারিত জানতে – 

www.atlastechbd.net

Social Links –

Facebook - Sunny Jubayer
Twitter - Sunny Jubayer
LinkedIn - Sunny Jubayer