News

২০১৭ সালে দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সামরিক কাজে ব্যবহার উপযোগী ফাইটার রোবট- ‘এফআর ২১’ উদ্ভাবন করে বেশ আলোচিত হন এই খুদে বিজ্ঞানী। তার আগে হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটার চালু, দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক, গাড়ির মুখোমুখি সংঘর্ষ এড়াতে রিসিভারসহ বেশ কয়েকটি চমত্কার প্রযুক্তি উদ্ভাবন করে সানি। পরে সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলের মাটিতে বিভিন্ন পরীক্ষা চালানো এবং সেখানকার আবহাওয়া, মাটি ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য আদান-প্রদান করার উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট —-

বিস্তারিত লিংকে 

News Link - Daily Ittefaq

ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র সানি জুবায়ের একটি ভেন্টিলেটর বানিয়েছেন ১৫ দিনের পরীক্ষা-নিরীক্ষায়। ১৬ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় খবরটা প্রথম আসে।করোনা এ দেশে ছড়িয়ে পড়া শুরু করতেই সানির মাথায় একটা চিন্তা কাজ করতে থাকে। সে জানতে পারে, বাংলাদেশে এক হাজার ২৫০টি ভেন্টিলেটর রয়েছে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে। অথচ বিশেষজ্ঞদের মতে, করোনা মোকাবেলায় দরকার ২৫ হাজার ভেন্টিলেটর। তখনই ভেন্টিলেটর নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকে। পরিচিত কিছু ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ শুরু করে দেয়।

বিস্তারিত লিংকে 

News Link - Kaler Kantho

সানি জুবায়ের। পড়ে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে। এই বয়সেই নিজের মতো করে বানিয়েছে একটি রোবট। এটি ফাইটার রোবট। সানি নাম দিয়েছে এফআর ২১। নিরাপত্তার কাজে লাগবে এই রোবট। এটি অগ্নিকাণ্ডে, উদ্ধারকাজে, বোমা শনাক্ত করার কাজে ব্যবহার করা যাবে। আবার চাকা লাগানো রোবট যদি কোথাও যেতে না পারে বা ওপর থেকে পর্যবেক্ষণের প্রয়োজন দেখা দেয়, তবে সেখানে এই রোবটের অংশ হিসেবে রয়েছে ড্রোন বা চালকহীন বিমান। ফাইটার রোবট বানিয়ে এরই মধ্যে বেশ কটি পুরস্কারও জিতেছে সানি।

বিস্তারিত লিংকে 

News Link - Prothom Alo

গুঞ্জণ যেনো বাস্তব হতে চলেছে। আমাদের দেশেও এখন রোবট তৈরি করা সম্ভব। এ সময়ের তরুণরা এ নিয়ে তো স্বপ্ন দেখছেই। পিছিয়ে নেই স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সম্প্রতি  রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সানি জুবায়েরর এই কার্যকে বাস্তবে রুপদিতে সক্ষম হয়েছে। দৈনিক ইত্তেফাকের সাথে কথা বলেন সানি জুবায়ের। তার চোখে মুখে বিভিন্ন স্বপ্ন ভেসে উঠে। আমাদের এবারের আয়োজন সানি জুবায়েরের বানানো রোবট ও তার  পরিকল্পনা নিয়ে ।

বিস্তারিত লিংকে

News Link - Daily Ittefaq

সানি জুবায়ের। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। উদ্ভাবন করা তার নেশা। জাতীয় বিজ্ঞান মেলাসহ বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে জিতেছেন ২০টির বেশি পুরস্কার। ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রথম, নটর ডেম কলেজ বিজ্ঞান মেলায় প্রথম, উইলস লিটল ফ্লাওয়ার বিজ্ঞান মেলায় প্রথম, বুয়েট বিজ্ঞান মেলায় প্রথম হয়েছে সানির প্রকল্প। আইডিয়াল বিজ্ঞান মেলায় ২০১৫ এবং ২০১৬ সালে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি।

বিস্তারিত লিংকে

News Link - Daily Ittefaq

বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে হইচই সারা বিশ্বে। বিশ্বকে তাক লাগিয়ে বিজ্ঞানে প্রতিনিয়তই নতুন ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশি বিজ্ঞানীরা।এর মধ্যে তরুণ বিজ্ঞানীদের আবিষ্কার প্রতিনিয়তই তৈরি করছে বিস্ময়। যে কোনো কিছুতেই যেন বাধাহীন তাদের পথচলা। তেমনই একজন ক্ষুদে গবেষক সানি জুবায়ের।রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। এরই মধ্যে হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটার চালু; দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক; গাড়ির মুখোমুখি সংঘর্ষ এড়াতে রিসিভারসহ এমন বেশ কয়েকটি চমৎকার প্রযুক্তি আবিষ্কার করে বেশ আলোচিত দশম শ্রেণীর ক্ষুদে গবেষক সানি। সর্বশেষ নিজের মতো করে বানিয়েছে ফাইটার রোবট। যেটির নাম দিয়েছে এফআর ২১।

বিস্তারিত লিংকে

News Link - Daily Jugantor

করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রয়োজন। যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় কার্যকরী একটি যন্ত্র ভেন্টিলেটর। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর শ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়। তাই করোনা রোগীর চিকিৎসায় ভেন্টিলেটর খুবই একটি গুরুত্বপূর্ণ যন্ত্র।তবে প্রয়োজনের তুলনায় দেশে ভেন্টিলেটরের পরিমাণ খুবই কম। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ১ হাজার ২৫০টি (সরকারি হাসপাতালে ৫০০টি এবং বেসরকারি হাসপাতালে ৭৫০টি) ভেন্টিলেটর রয়েছে। এসব ভেন্টিলেটরের বাজারমূল্যও বেশি।

বিস্তারিত লিংকে 

News Link - Jago News

কৃষি খুব সহজ কোনো কাজ নয়। বরাবরই এর পেছনে থাকে কৃষকদের প্রচুর শ্রম। বিভিন্ন তথ্য উপাত্তের ওপর নির্ভর করে তাদেরকে কৃষি কাজ পরিচালনা করতে হয়। বিভিন্ন সংকেত এবং দিকনির্দেশনার জন্য কৃষককে সব সময় বিভিন্ন সরকারিসংস্থা এবং কর্মকর্তাদের উপর নির্ভর করতে হয়। তবে বেশিরভাগ সময়েই তাদের নিরাশ হতে হয় কাজগুলো জটিল এবং সময়সাপেক্ষ হওয়ায়।এছাড়াও জমিতে সার বা কীটনাশক দেওয়ার জন্য অতিরিক্ত লোকের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই তাদের কাজে অনিয়ম থেকে যায়। সাথে দিতে হয় বাড়তি মজুরি। কিন্তু মানুষের পরিবর্তে এ কাজগুলো যদি একটি রোবট করে তাহলে কাজটি কম সময়ে সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা যায়।

বিস্তারিত লিংকে

News Link - Odhikar News

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রয়োজন৷ যেসব রোগীর করোনা সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় কার্যকরী একটি যন্ত্র ভেন্টিলেটর৷ রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর শ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়৷ তাই করোনা রোগীর চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটরের চাহিদা ও দাম দটোই বেড়েছে৷  দেশে ভেন্টিলেটরের এ চাহিদা যখন ক্রমবর্ধমান। তখন অল্প পয়সায় ভেন্টিলেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্য সানি জুবায়ের।

বিস্তারিত লিংকে

News Link - Ekushey ETV

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র সানি জুবায়ের তৈরি করেছে বেশ কয়েকটি চমৎকার প্রযুক্তি। হাতের স্পর্শ ছাড়া কম্পিউটার চালু কিংবা দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় ব্রেক প্রযুক্তি যে কারও নজর কাড়বে। ক্ষুদে এই গবেষককে নিয়ে লিখেছেন আবদুল্লাহ আল কেমি
সানি জুবায়ের_ এক উদ্যমী প্রযুক্তি ও বিজ্ঞান-তৃষ্ণার্তের নাম। দেশের গণ্ডিতে এক ক্ষুদে আবিষ্কারক। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র সানি খুব ছোটবেলা থেকেই বিজ্ঞানকে জানার অদম্য ইচ্ছা ও কৌতূহল থেকে নিজ উদ্যোগে এগিয়ে চলেছে। বিভিন্ন বিজ্ঞান মেলায় নিজেকে মেলে ধরেছে আরও আগে থেকেই। পুরস্কৃত হয়েছে বারবার। সম্প্রতি দেখা যায় তার চমকপ্রদ কিছু আবিষ্কার। রয়েছে নতুন কিছু আবিষ্কারের প্রবল মনোবল।

বিস্তারিত লিংকে

News Link - Samakal

রোবটিক্স এর প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। হাতেখড়ি হয়েছে নিজে নিজেই, ছোটবেলা থেকেই খুঁজতাম যন্ত্রের ভেতরের ভাষাকে। এর ভেতরে লুকিয়ে থাকা রেজিস্টার, ট্রানজিস্টর আর সার্কিট বোর্ড প্রতিনিয়তই আমাকে কৌতূহল উদ্দীপ্ত করতো। এভাবেই একসময় ভালোলাগা থেকে পরিণত হয় স্বপ্ন ও লক্ষ্যে এবং তখন থেকেই আমার প্রতিদিনের কাজের অংশ হয়ে যায় রোবট এমনটি জানিয়েছেন তরুণ বিজ্ঞানী সানি জুবায়ের।

বিস্তারিত লিংকে

News Link - Shomoy News

Team Altas was formed as one of the first rover teams operated by school students in 2016. Soon after, they were announced as the champions of the Project Showcasing Segment of Technival, an annual competition organised by Khulna University of Engineering and Technology (KUET). They have recently participated in World Robotics Championship 2019’s Robo Race, which was held from September 23 to 25, in India.

Details at the Link

News Link - Daily Star
At the 20th International Robot Olympiad (IRO) held in Philippines from December 15-19, 2018, Team Bangladesh created history with their remarkable performances, winning one gold medal, two highly commended medals and one technical medal. The theme of the event was ‘Save the Seas’.

Details at the link 

News Link - Daily Star
Bangladesh won a gold, two silver and six bronze medals with one technical award in the 21st International Robot Olympiad (IRO) in Thailand today.

Details at the link

 

News Link - Daily Star

থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি স্বর্ণসহ মোট ১০টি পদক পেয়েছে বাংলাদেশ দলের খুদে সদস্যরা। তারা ১টি স্বর্ণ,২টি রৌপ্য,৬টি ব্রোঞ্জ ও ১টি কারিগরি পদক পেয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় চিয়াংমাইয়ে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের পদক পরিয়ে দেওয়া হয়। অনুর্ধ্ব-১৮ বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি থাইল্যান্ডের চিয়াংমাইতে ১৬ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে।

বিস্তারিত লিংকে

News Link - Tech Jano

 আগামী ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ‘পঞ্চম বিশ্ব রোবট লিগ এবং বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ রোবো রেস চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র আমন্ত্রিত দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম অ্যাটলাস। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে নির্বাচিত দলগুলো অংশ নেবে।  সানি জুবায়েরের নেতৃত্বে টিম অ্যাটলাসের হয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় যাচ্ছেন মীর তানজীদ আহমেদ, মারুফ বিন ইসলাম, মীর সাজিদ হাসান ও মো.হায়দার আলী।

বিস্তারিত লিংকে

News Link - Bangla News 24

আগামী ২২ অক্টোবর শুরু হতে যাওয়া ‘পঞ্চম বিশ্ব রোবট লিগ এবং বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ রোবো রেস চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র আমন্ত্রিত দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম অ্যাটলাস।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে নির্বাচিত দলগুলো অংশ নেবে। সিফাত তন্ময় এবং সানি জুবায়েরের নেতৃত্বে টিম অ্যাটলাসের হয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় যাচ্ছেন মীর তানজীদ আহমেদ, মারুফ বিন ইসলাম, মীর সাজিদ হাসান ও মো. হায়দার আলী।গত কয়েক বছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে রোভার দল টিম অ্যাটলাস। দলটি আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের বিজ্ঞানের প্রসার দেশের বাইরেও প্রমাণ করতে সক্ষম হয়েছে। টিম অ্যাটলাস আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্ব পরিসরেও পরিচিতি লাভ করে।

বিস্তারিত লিংকে

News Link - Tech Zoom

টিম এটলাস একটি রোভার দল যারা বিগত কয়েক বছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে। দলটি আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। দলটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ারর সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেপরিচিতি লাভ করে।

বিস্তারিত লিংকে 

News Link - Kaler Kontho